আন্তর্জাতিক, এশিয়া

মিয়ানমারে জান্তা সরকারের অধীনে নির্বাচনে সেনাসমর্থিত দলের ভূমিধস জয়ের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের অধীনে আয়োজিত নির্বাচনের প্রথম ধাপে সেনাবাহিনী সমর্থিত প্রধান রাজনৈতিক দল ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (ইউএসডিপি) বড় ব্যবধানে জয়ের দাবি করেছে।

সোমবার (২৯শে ডিসেম্বর) দলটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপি-কে জানান, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ইউএসডিপি সারা দেশে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করছে।

 

২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর, গত রবিবার (২৮শে ডিসেম্বর) থেকে সেনাবাহিনী মাসব্যাপী এই নির্বাচন শুরু করেছে। তবে গণতন্ত্রকামী পর্যবেক্ষক ও পশ্চিমা বিশ্বের মতে, এই নির্বাচন মূলত সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার একটি কৌশল। নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন জনপ্রিয় দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র (এনএলডি) নাম ব্যালটে ছিল না এবং সু চি অভ্যুত্থানের পর থেকেই কারাগারে বন্দি রয়েছেন।

 

সেনাপ্রধান মিন অং হ্লাইং রবিবার ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, "বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সেনাবাহিনীর ওপর আস্থা রাখা যেতে পারে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি।"

 

নির্বাচনের প্রথম ধাপে ৩৩০টি উপজেলার মধ্যে ১০২টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ এবং ২৫শে জানুয়ারি বাকি দুটি ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মিয়ানমারের ইউনিয়ন নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি।

 

উল্লেখ্য, চলমান গৃহযুদ্ধের কারণে দেশটির আইনসভার নিম্নকক্ষের প্রায় এক-পঞ্চমাংশ আসনে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে সেনাবাহিনী স্বীকার করেছে।

 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন