আন্তর্জাতিক, এশিয়া

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিন যতই যাচ্ছে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে নিহতের সংখ্যা ততই বাড়ছে। ধসে পড়া বহু স্থাপনার ধ্বংসাবশেষ দেখেই অনুমান করা যাচ্ছিল হতাহতের সংখ্যা অনেক হতে পারে। ভূমিকম্পে এ পর্যন্ত তিন হাজারের বেশি মৃতদেহ উদ্ধার করেছে দেশটি।

বৃহস্পতিবার (৩রা এপ্রিল) মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। মিয়ানমারের সর্বশেষ তথ্যমতে, মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার তিনজনে পৌঁছেছে এবং আহত হয়েছে ৪ হাজার ৫১৫ জন। এ ছাড়া ৩৫১ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছে।


জাপানে মিয়ানমারের দূতাবাস ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছে, উদ্ধারকারীরা আরও অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও আবহাওয়া কর্মকর্তারা বৃষ্টির বিষয়ে সতর্ক করার পরে বিশাল ত্রাণ প্রচেষ্টার জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

মিয়ানমারের একজন উদ্ধারকর্মী রয়টার্সকে বলেছেন, ‘বৃষ্টি আসছে এবং এখনও অনেক মানুষ চাপা পড়ে রয়েছে। মান্দালেতে, যদি বৃষ্টি শুরু হয় তাহলে যারা চাপা পড়ে আছে তারা বেঁচে থাকলেও ডুবে মারা যাবে।’

 

মায়ানমারে সহায়তার জন্য ৫৩টি এয়ারলিফট করা হয়েছে। বাংলাদেশ, ভারত, চীন ও রাশিয়াসহ ১৫টি দেশ থেকে ১৯০০ এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন দেশটিতে। এদিকে মানবিক প্রচেষ্টায় সহায়তা করার জন্য মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার। এর আগে গত শুক্রবার  ৭.৭ মাত্রার ভূমিকম্প দেশটির ২৮ মিলিয়ন আবাসস্থলকে ঝাঁকুনি দিয়েছিল।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন