আন্তর্জাতিক

৫ বছর পর মিয়ানমারে শুরু সাধারণ নির্বাচন, প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জান্তা সরকার পরিচালিত এই নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ রবিবার শেষ হয়েছে। তবে চলমান গৃহযুদ্ধের কারণে দেশটির মাত্র এক-তৃতীয়াংশ অঞ্চলে ভোটগ্রহণ সম্ভব হয়েছে।

নিরাপত্তার কারণে মোট ৬৫টি টাউনশিপে ভোট পুরোপুরি বাতিল করা হয়েছে, যার ফলে অন্তত ২০ শতাংশ জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। শহরগুলোতে ভোটার উপস্থিতি নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে এবং অনানুষ্ঠানিক তথ্যে জানা গেছে, নিবন্ধিত ভোটারের মাত্র এক-তৃতীয়াংশ ভোট দিয়েছেন। 

 

এই নির্বাচনে বিরোধী ও সেনাবিরোধী রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। জাতিসংঘ, পশ্চিমা দেশ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এই নির্বাচনকে 'অবাধ ও বিশ্বাসযোগ্য নয়' বলে সমালোচনা করেছে। নির্বাচনের পরবর্তী ধাপের ভোট হবে ১১ ও ২৫শে জানুয়ারি।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন