খেলাধুলা, ক্রিকেট

মিরপুরের মতো উইকেট কোথাও দেখিনি : পাকিস্তান অধিনায়ক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে জুলাই ২০২৫ ১০:২১:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এমন উইকেট মোটেও আদর্শ নয়।

যদিও তিনি সরাসরি উইকেটের সমালোচনা করেননি, তবে তার বক্তব্যে মিরপুরের পিচের ভিন্নতা স্পষ্ট হয়েছে। সালমান আলি আগা বলেন, "উইকেট নিয়ে আমি কিছু বলিনি। আমি শুধু বলেছি আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা আদর্শ উইকেট নয়। উইকেট নিয়ে আমার কোনো সমস্যা নেই।

 

আন্তর্জাতিক ক্রিকেটার ও দল হিসেবে আমরা যেখানেই যাই না কেন কিংবা উইকেট পাই না কেন, সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে এবং পারফর্ম করতে হবে।"

তিনি আরও যোগ করেন, "প্রথম দুই ম্যাচে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তারা যদি আমার কাছে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির কথা জানতে চায়, তাহলে আমি বলব আমরা যে ধরনের প্রস্তুতি নিতে চাচ্ছি সেটার জন্য আদর্শ উইকেট নয়। আমার মনে হয় না এরকম পিচ আমরা সামনেও কোথাও পাব।"

 

এমন উইকেট আগে দেখেননি জানিয়ে সালমান বলেন, "আমার মনে হয় না এরকম কোনো কন্ডিশন ভবিষ্যতে কোথাও পাবেন। আমি অনেক জায়গাতে খেলেছি, তবে বাংলাদেশের কন্ডিশনের মতো উইকেট দেখিনি। প্রস্তুতির জন্য আমার মনে হয় না এটা খুব বেশি কাজে দেবে। তবে আমাদেরকে সব কন্ডিশনে গিয়ে পারফর্ম করতে হবে। আমাদের যেমন পারফর্ম করা উচিত ছিল এই সিরিজে, আমরা সেটা করতে পারিনি।"

 

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, শেরে-ই-বাংলার উইকেট নিয়ে সমালোচনা আগে থেকেই ছিল। পাকিস্তান অধিনায়কের এই মন্তব্য সেই সমালোচনাকে আরও উসকে দিল।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন