বাংলাদেশের অন্যতম প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড, আড়ং, তাদের মিরপুর ১২ এক্সটেনশনের সম্প্রসারিত নতুন শোরুম উদ্বোধন সফলভাবে সম্পন্ন করতে পেরে আনন্দিত। নতুন এই সম্প্রসারণের মাধ্যমে আউটলেটটির ৫,০০০ বর্গফুট অতিরিক্ত জায়গা যুক্ত হয়েছে, যার ফলে এটি এখন মোট ১৫,০০০ বর্গফুট জায়গা নিয়ে দুই তলায় বিস্তৃত।
নতুন সম্প্রসারণের ফলে, মিরপুর ১২ আউটলেটটি এখন আরও বিস্তৃত পরিসরে আড়ংয়ের পোশাক, গহনা, হ্যান্ডিক্র্যাফট ও হোম ডেকর পণ্য উপস্থাপন করতে পারবে। এছাড়া, আড়ং-এর স্যাম-আউট লেট, যা আড়ং-এর পোশাক ও অন্যান্য পণ্যের জন্য অতিরিক্ত ছাড়ের সুবিধা দেয়, সেটাও ফ্যাশন আইটেম, গৃহসজ্জা ও গহনার বিস্তৃত সংগ্রহ সহ আগের চেয়ে বড় আকারে পাওয়া যাবে।
সম্প্রসারিত আউটলেটের উদ্বোধনের প্রসঙ্গে, ব্র্যাক-আড়ং -এর চিফ বিজনেস অফিসার, তানভীর হোসাইন বলেন, মিরপুর ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে আমাদের অনন্য পরিবার, নিবেদিত ও প্রাণবন্ত কর্মীদের সহযোগিতায় সম্প্রসারিত আউটলেটটি চালু করতে পেরে আমরা গর্বিত। আড়ং সবসময় গ্রাহকদের শপিং অভিজ্ঞতাকে উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রসারিত এই আউটলেট আড়ংয়ের উচ্চ মানের পণ্যের চাহিদা পূরণে সহায়ক হবে বলে আমরা আশা করি।
তিনি আরও বলেন, এই সম্প্রসারণের মাধ্যমে আমরা আমাদের ফ্যাশন এবং লাইফস্টাইল পণ্যের প্রস্তাবনাকে বিস্তৃত করতে এবং গ্রাহকদের জন্য একটি সুন্দর ও আরামদায়ক পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি। মিরপুর ১২ আউটলেটটি এখন ঢাকার সবচেয়ে বড় আড়ং আউটলেটগুলোর অন্যতম।
আড়ং সম্পর্কে-
আড়ং-এর যাত্রা শুরু ১৯৭৮ সালে। এটি ব্র্যাক-এর একটি সামাজিক উদ্যোগ, যা দেশের লক্ষাধিক ক্ষুদ্র উন্নয়ন সংস্থার কারিগর ও পণ্য প্রস্তুতকারকদের তৈরি হস্তশিল্প পণ্যের ন্যায্য বাজার তৈরি করে দিয়েছে। আড়ং বাংলাদেশের ফ্যাশন খাতে নেতৃস্থানীয় ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে, যেখানের পোশাক, গহনা, হোমওয়্যার এবং হস্তশিল্প পণ্যে গুণগত মান।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.aarong.com
ডিবিসি/এএনটি