খেলাধুলা, ক্রিকেট

মিরপুরে শুরু টাইগারদের এশিয়া কাপের ফিটনেস ক্যাম্প

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৬ই আগস্ট ২০২৫ ০৯:২৭:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। প্রথম ধাপে আগামী ১৪ই আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং। এর মাঝে ১০ই আগস্ট তাদের মূল ফিটনেস পরীক্ষা নেওয়া হবে।

তবে প্রথম দিনের ক্যাম্পে অধিনায়ক লিটন দাস, পেসার তাসকিন আহমেদ এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনুপস্থিত ছিলেন।


সকাল ৮টায় ওয়ার্মআপ দিয়ে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। এরপর ক্রিকেটাররা ফিটনেস প্রশিক্ষক ন্যাথান কেলির অধীনে ১৬০০ মিটার দৌড়ে অংশ নেন।

 

পাকিস্তান সিরিজের পর লম্বা ছুটিতে থাকায় ক্রিকেটারদের ফিটনেসের বর্তমান অবস্থা ও স্ট্যামিনা যাচাই করাই ছিল প্রথম দিনের মূল লক্ষ্য। যারা ৬ মিনিটের মধ্যে দৌড় শেষ করতে পেরেছেন, তাদের 'এ প্লাস' গ্রেড দেওয়া হয়েছে। রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়া মুশফিকুর রহিমও নিজেকে ফিট রাখতে এই ক্যাম্পে যোগ দিয়েছেন।


মাঠের দৌড়ঝাঁপের পর ক্রিকেটাররা জিমেও সময় কাটান। আগামী ১০ই আগস্ট মূল ফিটনেস পরীক্ষার পর যাদের উন্নতি প্রয়োজন, তাদের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা দেওয়া হবে। এরপর আরও চারদিন ফিটনেস ট্রেনিং চলবে। আগামী ১৫ই আগস্ট প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সিলেট যাওয়ার কথা রয়েছে।
 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন