বাংলাদেশ

মিরপুর ডিওএইচএস-এ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি, আটক ৪

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২১শে জুলাই ২০২৫ ১০:৩৯:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় চারজনকে আটক করে পুলিশে দিয়েছে নিরাপত্তা কর্মীরা।

এসময় পালিয়ে গেছে আরও চার ডাকাত। আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির মালামাল জব্দ করেছে পল্লবি থানা পুলিশ।

 

ব্যবসায়ী স্বামীর মৃত্যুর পর থেকে এক ছেলে, এক মেয়েকে নিয়েই বসবাস করতেন ভুক্তভোগী নারী। জানান, ৩ মাস ধরে বসবাস করছেন ডিওএইচএসের একটি ভবনে। অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডিতে একটি হাসপাতালে থাকার সময় রবিবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় জোর করে তার বাসায় ঢুকে কয়েক ব্যক্তি। সে সময় বাসায় ছিলেন তার মেয়ে এবং গৃহকর্মী।

 

তিনি জানান, পরে এসে তিনি জানতে পারেন লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএসের গেটে ডিওএইচএস এর নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়েন চার ডাকাত।

 

মিরপুর জোনের এডিসি জানান, কিছু স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল জব্দ করা হয়েছে। ডাকাত চক্রের বাকিদের ধরতে অভিযান চলবে বলে জানায় পুলিশ।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন