বাংলাদেশ, জাতীয়

মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

kumar

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শহিদ বুদ্ধিজীবী দিবস। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহিদদের সম্মানে গার্ড অব অনার প্রদান করে। 

 

শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিকতা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত মন্ত্রিপরিষদের অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে আগত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক আগমুহূর্তে, ১৪ই ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা এক জঘন্য হত্যাকাণ্ডে মেতে ওঠে। বাঙালি জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী ও লেখকসহ দেশের দুই শতাধিক বরেণ্য কৃতী সন্তানকে। তাদের সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েই প্রতিবছর জাতি গভীর শ্রদ্ধায় এই দিনটি পালন করে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন