আন্তর্জাতিক, এশিয়া

শান্তি আলোচনার মধ্যেই গাজায় ৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

একদিকে যখন মিশরে প্রায় দুই বছরের পুরানো যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি আলোচনা চলছে, ঠিক সেই সময়েই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আজ সোমবার (৬ই অক্টোবর) ভোরে ত্রাণপ্রার্থীদের ওপর চালানো হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মিশরের এই বৈঠকে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদল এবং মধ্যস্থতাকারীরা উপস্থিত রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচকদের যুদ্ধ থামাতে ‘দ্রুত পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন খলিল আল-হাইয়া, যিনি দলটির আলোচক দলের প্রধান। উল্লেখ্য, গত মাসে কাতারে ইসরায়েলের একটি হত্যাচেষ্টা থেকে তিনি বেঁচে যান।

 

এদিকে, এই যুদ্ধের অবসানের দাবিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের রাস্তায় বিক্ষোভকারীরা সমাবেশ করেছে।

 

প্রাপ্ত তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ৬৭,১৩৯ জন নিহত এবং ১,৬৯,৫৮৩ জন আহত হয়েছেন। হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে মোট ১,১৩৯ জন নিহত হয়েছিলেন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়েছিল।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন