আন্তর্জাতিক

মিশর থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে জুলাই ২০২৫ ০১:৪০:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বহু মাস ধরে আন্তর্জাতিক চাপ এবং ত্রাণ সংস্থাগুলোর পক্ষ থেকে দুর্ভিক্ষের সতর্কবার্তার পর অবশেষে মিশর থেকে গাজার দিকে ত্রাণবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। রবিবার (২৭শে জুলাই) মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল কাহেরা নিউজ এই খবর জানিয়েছে।

ইসরায়েল শনিবার (২৬শে জুলাই) ঘোষণা করে যে তারা গাজায় বিমান থেকে মানবিক সহায়তা ফেলা শুরু করেছে। একই সঙ্গে তারা গাজার মানবিক সংকট মোকাবিলায় আরও বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে।

 

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির নিরাপদ চলাচলের জন্য 'মানবিক করিডোর' স্থাপন করা হবে এবং জনবহুল এলাকায় 'মানবিক বিরতি' কার্যকর করা হবে।

 

এই পদক্ষেপগুলো গাজার ২ মিলিয়নেরও বেশি মানুষের জন্য ত্রাণ সরবরাহ বাড়ানোর একটি প্রচেষ্টা। এর আগে, ত্রাণ সরবরাহে বাধা দেওয়ায় ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিল।

 

তথ্যসূত্র রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন