মার্কিন টিভি শো “টডলার্স অ্যান্ড টায়ারাস”-এর সেই ছোট্ট মেয়েটির কথা মনে আছে? বছর কয়েক আগে নিজের সাধারণ একটি হাসি দিয়ে দারুণ সাড়া ফেলে দেয় কাইলিয়া পোস নামের মেয়েটি। ওই একটুখানি দুষ্টু হাসিই ইন্টারনেট আর মিমস জগতে তাকে অল্প বয়সে বেশ জনপ্রিয় করে তোলে।
১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মারা গেছে কিশোরী মেয়েটি। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। যদিও তার মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আনুষ্ঠানিকভাবেও তার মৃত্যুর কোনো কারণও উল্লেখ করা হয়নি। তবে কাইলিয়ার অনেক ভক্তের ধারণা, দুর্ঘটনার শিকার হয়েই তার মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত ২রা মে এক বার্তার মাধ্যমে কাইলিয়া পোসের মৃত্যুর বিষয়টি তার অনুরাগীদের নিশ্চিত করে তার মা মার্সি পোস গ্যাটারম্যান বলেন, “আমার এ নিয়ে কিছু বলার ভাষা নেই। ফুলের মতো সুন্দর একটি মেয়ে পৃথিবী ছেড়ে গিয়েছে। কাইলিয়ার মৃত্যুতে আমরা শোকাহত।”
টিএলসির টিভি সিরিজ টডলার্স অ্যান্ড টায়ারাসে মা মার্সি পোসি গ্যাটারম্যানের সঙ্গে উপস্থিত হয়ে সে জনপ্রিয়তা লাভ করে। ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কাইলিয়াকে ১৪ হাজারের বেশি মানুষ অনুসরণ করতো।
সম্প্রতি কাইলিয়া পোসে হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করে। ১৮ জুন এ উপলক্ষে একটি পার্টি আয়োজনের কথা ছিল। কিন্তু তা উদযাপনের আগেই কাইলিয়াকে চলে যেতে হলো না ফেরার দেশে।