আন্তর্জাতিক

মিয়ানমারে সংঘর্ষে ৯০ জান্তা সেনা নিহত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই অক্টোবর ২০২১ ০২:০৯:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারের সাগাইং, মাগওয়ে অঞ্চল এবং কায়াহ প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে সংঘর্ষে গেল কয়েকদিনে ৯০ জান্তা সেনা নিহত হয়েছে।

রবিবার সাগাইংয়ের পালে শহরে সেনাদের বহনকারী মোটরবাইক ও বাসে মাইন হামলা চালায় বিদ্রোহী পালে পিপল ডিফেন্স ফোর্সের সদস্যরা। এ সময় বাস উল্টে ৬ সেনা নিহত হয় বলে জানিয়েছে পিপিডিএফ।

এর আগে, শনিবার সকালে সাগাইংয়ের কিয়াউক ইত গ্রামের একটি থানায় সশস্ত্র বিদ্রোহীদের গ্রেনেড হামলায় ১৫ সেনা নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাসহ দু'টি গাড়ি পাঠালে তাদের ওপরও হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় জান্তাবাহিনীর ৩৫ সেনা নিহত হয়। শনিবার সকালে কিয়াউকতান ও থিরি জায়ার গ্রাম এবং কিয়াউক ইত-মিয়াউং হাইওয়েতে ল্যান্ডমাইন বিস্ফোরণেও সেনাদের মৃত্যু হয়েছে। তবে, এসব হামলায় নিহত সেনাদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার ভোরে মাগওয়ের একটি হাইওয়েতে প্রায় দেড়শ' সেনার বহরে ল্যান্ডমাইন হামলা ও বিস্ফোরণ চালায় ইয়াও ডিফেন্স ফোর্স। দু'পক্ষের মধ্যে ১১ ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষে ২০ সেনা ও এক বিদ্রোহী নিহত হয়।

আরও পড়ুন