সংস্কৃতি

মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মদিন আজ

রাজবাড়ী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই নভেম্বর ২০২০ ০২:১১:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কালজীয় ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের ১৭৩তম জন্মবার্ষিকী আজ।

১৮৪৭ সালে কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মের পর বালিয়াকান্দিতেই বেড়ে ওঠেন তিনি।

তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। এখন পর্যন্ত মীর মশাররফ হোসেনের মোট ৩৬টি বইয়ের সন্ধান পাওয়া যায়। জমীদার দর্পণ, গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু, বসন্তকুমারী নাটক, বিষাদ-সিন্ধু, বেহুলা গীতাভিনয়, উদাসীন পথিকের মনের কথা, তহমিনা, টালা অভিনয়, নিয়তি কি অবনতি, গাজী মিয়াঁর বস্তানী, মৌলুদ শরীফ, মুসলমানদের বাঙ্গালা শিক্ষা, বিবি খোদেজার বিবাহ, হযরত ওমরের ধর্মজীবন লাভ, মদিনার গৌরব, বাজীমাৎ সহ নানা বিখ্যাত গ্রন্থের কারুকার তিনি। ১৯১১ সালে ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন মীর মশাররফ হোসেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও বাংলা একাডেমীর পক্ষ থেকে কবির সমাধিস্থলে শ্রদ্ধঞ্জলি ও দোয়ার আয়োজন করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম জানান, করোনাভাইরাসের বিষয়টি গুরুত্ব দিয়ে এ বছর জন্মবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করা হয়েছে। সাহিত্যিকের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি ও দোয়ার আয়োজন ব্যতিত অন্য কোন অনুষ্ঠান এ বছর থাকছে না।

জেলা প্রশাসন ও বাংলা একাডেমী ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কবির সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন।

আরও পড়ুন