বাংলাদেশ, জেলার সংবাদ

৫ মিনিটের বৈশাখী ঝড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে এপ্রিল ২০২৫ ০৮:৪২:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচ মিনিটের কালবৈশাখী ঝড়ে গাছপালা মহাসড়কের উপরে পড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে জনসাধারণ।

সোমবার (২৮শে এপ্রিল) বেলা বিকেল সাড়ে চারটার দিকে মুকসুপুরের দাশের হাট এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকায় মহাসড়কের পাশের বিভিন্ন ধরনের গাছপালা ভেঙে সড়কের উপরে পড়ে। এতে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। মহাসড়কের দুপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। পরে মুকসুদপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ সরিয়ে দিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

এবিষয়ে মুকসুদপুর উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় বৈশাখী ঝড়ে ৩০/৪০টি বিভিন্ন ধরনের গাছ ভেঙে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পড়ে। এতে মহাসড়কে ঘণ্টা খানক যানবাহন চলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন