বাংলাদেশ, জাতীয়

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে: প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই জুলাই ২০২৫ ০১:০৩:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল কার্যক্রমের মাধ্যমে মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, কোনো প্রকার অতিরঞ্জন ছাড়া মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উপস্থাপন করতে হবে।

সোমবার (৭ই জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

 

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম অভিযোগ করেন যে, পূর্বে কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোতে মুক্তিযুদ্ধের বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে। তিনি বলেন, "এসব অবকাঠামোতে রণাঙ্গনের কোনো বিস্তৃত বর্ণনা নেই, মুক্তিযোদ্ধাদের কথা নেই, শুধু একটি নির্দিষ্ট পরিবারের ছবি ও সরঞ্জাম দিয়ে অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়েছে।"

 

উপদেষ্টা "বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন" শীর্ষক একটি গবেষণা প্রকল্পের উদাহরণ দিয়ে বলেন, এই প্রকল্পে ২৩ কোটি টাকা ব্যয় দেখানো হলেও প্রকৃতপক্ষে উল্লেখযোগ্য কোনো গবেষণা কার্যক্রম পরিচালিত হয়নি।

 

ফারুক-ই-আজম আরও বলেন, পূর্ববর্তী সরকার মুক্তিযোদ্ধাদের একটি সুবিধাভোগী শ্রেণীতে পরিণত করেছিল এবং তাদের জন্য বরাদ্দকৃত সম্পত্তি, সুযোগ-সুবিধা ও অর্থকে দলীয়করণ করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, "মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত অবকাঠামো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে।"

 

বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অব্যবহৃত মূল্যবান সম্পত্তি যথাযথভাবে ব্যবস্থাপনার বিষয়টি আলোচনায় আসে। প্রধান উপদেষ্টা এসব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার এবং ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধির উপায় নির্ধারণের জন্য দ্রুত একজন পরামর্শক নিয়োগ ও একটি কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি বলেন, "কল্যাণ ট্রাস্টের কাজ কী হবে এবং এর সম্পত্তি ব্যবহার করে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই ট্রাস্টকে সক্রিয় করতে হবে।"

 

প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ প্রকল্পগুলোতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রতিফলিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান কার্যক্রম এবং আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন