আন্তর্জাতিক

অপেক্ষা থেকে মুক্তি দিতে তালাক; ২৩ বছর পর সেই স্ত্রীকেই ফের বিয়ে ফিলিস্তিনি বন্দীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২০শে অক্টোবর ২০২৫ ১১:২২:১৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিনের মুক্তপ্রাপ্ত বন্দী আকরাম আবু বকর দীর্ঘ ২৩ বছর অপেক্ষার পর কায়রোতে সেই নারীকেই পুনরায় বিয়ে করেছেন, যাকে তিনি একসময় ভালোবাসার খাতিরেই তালাক দিয়েছিলেন। জীবনের ২৩টি বছর যিনি ধৈর্য ও বিশ্বস্ততার সাথে তাঁর মুক্তির অপেক্ষায় ছিলেন।

আফগান ভয়েস এজেন্সির তথ্য অনুযায়ী, সম্প্রতি বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়া ফিলিস্তিনি আকরাম আবু বকর কায়রোতে এক ছোট অনুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রাক্তন স্ত্রীকে পুনরায় বিয়ে করেন। এই সেই নারী, যাকে তিনি ২৩ বছর আগে কেবল ভালোবাসার কারণেই তালাক দিয়েছিলেন।

 

জায়নবাদী সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর, আকরাম আবু বকর তাঁর স্ত্রীকে তালাক দেন। তাঁর মতে, স্ত্রী যেন তাঁর মুক্তির অপেক্ষায় জীবন না কাটান, সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

কিন্তু এই নারী অতুলনীয় বিশ্বস্ততার পরিচয় দিয়ে তাঁর স্বামীকে ভুলে যেতে অস্বীকার করেন। তিনি সিদ্ধান্ত নেন যে জীবনের শেষ পর্যন্ত তিনি তাঁর স্বামীর প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করবেন। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাঁদের পুনর্মিলনের পথ তৈরি করে দেয়। আকরাম আবু বকরের নাম মুক্তিপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার খবর শোনা মাত্রই তিনিই প্রথম ব্যক্তি যিনি কায়রোতে ছুটে যান এবং মুক্তির মুহূর্তে তাঁকে স্বাগত জানান।

 

তুলকারমের বাসিন্দা আবু বকর দখলদার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মিশরে নির্বাসিত হন। ৫০ বছর বয়সে তিনি কায়রোতে তাঁর সেই বিশ্বস্ত স্ত্রীকে অপেক্ষায় দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে তাঁকে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন