সম্প্রতি সাউন্ড বিডি'র ব্যানারে মুক্তি পেয়েছে শিল্পী জয়ের নতুন গান 'মামলা দেবো'। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পরপরই শ্রোতামহলে ইতিবাচক সাড়া ফেলেছে। ব্যতিক্রমী কথার এই গানটি নিয়ে শিল্পী জয় বেশ আশাবাদী।
গানটি প্রসঙ্গে জয় বলেন, "এটি একটি ভিন্ন ধাঁচের কথার গান। গানটি আমার নিজেরও খুব পছন্দের এবং অনেক ভালোলাগা থেকে কাজটি করা। আশা করছি, শ্রোতাদের কাছেও গানটি জনপ্রিয়তা পাবে।"
"মামলা দেবো" গানটির কথা লিখেছেন তরুণ সিং, সুর করেছেন এস কে সানু এবং মিউজিক করেছেন তরিক আল ইসলাম। গানটির ভিডিও সম্পাদনার দায়িত্বে ছিলেন দিপংকর। গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকসহ গানটির সঙ্গে জড়িত প্রত্যেকেই কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, শিল্পী জয়ের এর আগের মৌলিক গান "ধোঁকা" শ্রোতাদের মন জয় করে নেয়। সেই সফলতার ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে এলেন "মামলা দেবো"। জানা গেছে, শিল্পী জয়ের আরও বেশ কিছু নতুন গান খুব দ্রুতই বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। এছাড়াও, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের জন্য একটি বিশেষ মায়ের গান প্রকাশ করবেন বলেও জানিয়েছেন তিনি।
ডিবিসি/এমএআর