ঢাকার মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে অপহরণের শিকার তিন বছরের শিশুটিকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হয় এক ব্যাটারির রিকশাচালক। এ ঘটনায় মুগদা থানায় মামলা হয়।
জানা যায়, ছেলেটির বাবা প্রবাসী। এক বছর আগে মা-ছেলে দেশে ফিরে ঢাকার সবুজবাগে থাকছেন। অপহরণের ঘটনার বর্ণনা দিয়ে মুগদা থানার ওসি শরিফুল ইসলাম জানান, বুধবার শিশুটির মা ডাক্তার দেখাতে মুগদা হাসপাতালে যান। দুপুর ১টার দিকে হাসপাতালের সামনে থেকে একটি অটোরিকশা ভাড়া করেন। বাচ্চাকে রিকশায় বসিয়ে রেখে পানি কিনতে দোকানে গেলে রিকশাচালক বাচ্চাকে নিয়ে চলে যায়।
শিশুটির মা সুমাইয়া আক্তার মিলি বলেন, ‘আমি মুগদা হাসপাতালের নিচ থেকে ব্যাটারির রিকশায় উঠে গেইটের বাইরে পানি নিচ্ছিলাম। ছেলে রিকশার মধ্যে দাঁড়িয়ে খেলছিল। আমি নিতে চাচ্ছিলাম কিন্তু ও নামেনি। রিকশাওয়ালা ভাইটা আবার বলছিল ‘বাচ্চাটা নামতে চাচ্ছে না, থাক। আপনি বিলটা দিয়ে আসেন’।’
মিলি বলেন, ‘আমি গিয়ে পানির বিলটা দিতে দিতে পেছনে ফিরে তাকিয়ে দেখি রিকশা আর বাচ্চা উধাও। কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে দৌড়াইছি। সবাইকে জিজ্ঞেস করছি। কিন্তু ইজিবাইককে আর পাওয়া যায় না।’
ডিবিসি/কেএলডি