বাংলাদেশ, জাতীয়

মুছাব্বির হত্যাকাণ্ডের আরেক শুটার নরসিংদী থেকে গ্রেপ্তার

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বির (৪৪) হত্যা মামলায় রহিম নামে আরও এক শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।


ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রহিমকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ডিবির অভিযান এখনো চলমান রয়েছে। এ বিষয়ে আগামীকাল (শনিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।


গত ৭ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটের দিকে বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ৮ জানুয়ারি তার স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেন।


রহিমকে গ্রেপ্তারের আগে এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮), মো. রিয়াজ (৩২)।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন