প্রাগ্রসর চেতনার বাতিঘর ও শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে আগামী ২৭শে নভেম্বর। এই মহান শিক্ষক ও নাট্যকারের শততম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে এক বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষ নাট্যদল ‘থিয়েটার’।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর নিউ বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে মুনীর চৌধুরীর সান্নিধ্যধন্য দেশের দুই বরেণ্য ব্যক্তিত্বের আলাপচারিতা। এতে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
এই দুই কিংবদন্তি শিক্ষাবিদ মুনীর চৌধুরীর শিক্ষকতা জীবন, সাহিত্যকর্ম এবং তাঁর প্রগতিশীল চিন্তা ও আদর্শ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করবেন। পরিবেশের প্রবল বিরুদ্ধাচরণ উপেক্ষা করে মুনীর চৌধুরী কীভাবে অজুত হৃদয়ে আলোকশিখা জ্বালিয়েছিলেন, সেই গল্পই উঠে আসবে তাদের কথায়। প্রাণবন্ত এই আলাপচারিতা পর্বটি সঞ্চালনা করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
আয়োজকরা জানান, নবীন প্রজন্ম যারা মুনীর চৌধুরীকে সরাসরি দেখার সুযোগ পায়নি, তাদের জন্য তাঁর কাছের মানুষের মুখ থেকে তাঁকে জানার এই আয়োজন এক অনন্য সুযোগ। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
ডিবিসি/পিআরএএন