বিনোদন, সংস্কৃতি

মুন্ডা নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বিপর্যয় নিয়ে তথ্যচিত্র ‘খুঁটি’

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে জুন ২০২০ ০৪:১১:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নৃতাত্বিক গোষ্ঠী মুন্ডাদের সাংস্কৃতিক বিপর্যয় নিয়ে নির্মিত তথ্যচিত্র খুঁটি।

সম্প্রতি দক্ষিণ এশিয়ার প্রথম ভার্চুয়াল চলচ্চিত্র উৎসব ৮ম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ-২০২০ এ ন্যাশনাল ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে চলচ্চিত্রটি।
  
২০০ বছর আগে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে ভারতের ঝাড়খন্ড থেকে বিতারিত হয়ে বাংলাদেশের সুন্দরবনে আশ্রয় নেয় মুন্ডা নৃগোষ্ঠীর মানুষরা। এই দুইশো বছরে তারা ভুলে গেছে নিজেদের ভাষা, ধর্ম, স্রষ্টা আর গোষ্ঠীগত রীতিনীতির সবকিছু। 

শেকরের সন্ধানে মুন্ডা নৃগোষ্ঠির কয়েকজন যুবক রওনা হয় ঝাড়খন্ডের উদ্দেশ্যে। তরুণ মুন্ডাদের এই শেকড় সন্ধানী যাত্রা নির্মাতা জহিরুল হাসানের ক্যামেরায় উঠে আসে খুঁটি তথ্যচিত্রের রূপে।  

প্রকৃতি পূজারী বনবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনের নিপীড়ন-নির্যাতনের করুণ কাহিনী এবং বিদ্রোহ আর সংগ্রামের দৃশ্যপট ফুটে উঠেছে খুঁটিতে।

এ বিষয়ে নির্মাতা জহিরুল ইসলাম বলেন, ‘খুঁটি চলচ্চিত্রটি আমার কাছে শুধু একটি চলচ্চিত্র নয়, এটি মূলত আন্দোলনের একটি অংশ আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর যারা আছেন তাদের ভিতরে তরুন প্রযন্ম যারা আছেন তারা এই চলচ্চিত্রটি দেখে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে মুন্ডা কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি জুড়িবোর্ড ও আমার সহকর্মীদেরকে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই অ্যাওয়ার্ডটি আমাদের সামনে এগিয়ে যাবার পেছনে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।’

মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ৮ম লিবারেশন ডকফেস্ট ২০২০ এ দেশ-বিদেশের চলচ্চিত্রবোদ্ধাদের ভোটে সেরা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে খুঁটি চলচ্চিত্রটি। এছাড়া ভারতের দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবসহ যুক্তরাজ্য, জার্মানি, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন উৎসবে সমাদৃত হয়েছে খুঁটি।

আরও পড়ুন