বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জের মধ্যরাতে আগুনে পুড়ল দলিল লেখকদের ১৯টি দোকান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৬ই জুলাই ২০২৫ ০১:১৬:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের শ্রীনগরে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের পাশে অবস্থিত দলিল লেখকদের ১৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (৫ই জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে আরও তিনটি ইউনিট এসে অগ্নিনির্বাপণ অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় ভোর তিনটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই পুকুরের উপর কাঠের পাটাতনে অবস্থিত কাঠ ও টিনের তৈরি দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

 

এই অগ্নিকাণ্ডে শুধু দোকানই নয়, পুড়ে গেছে বহু মানুষের অমূল্য সম্পদ—গুরুত্বপূর্ণ দলিল, জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। এতে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন দলিল লেখক এবং সংশ্লিষ্ট সাধারণ মানুষ।

 

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দোকানগুলো দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় এবং পুকুরের ওপর নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও নির্বাপণ কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি আরও জানান, আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির মোট পরিমাণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন