বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে এনসিপির অবরোধ: পদ্মা সেতুতে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই জুলাই ২০২৫ ০৭:২১:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সভায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেয়। এর ফলে পদ্মা সেতুতে দক্ষিণবঙ্গগামী যান চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (আজ) বিকাল ৫টার দিকে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গগামী লেনে অবস্থান নেয়। এতে যান চলাচল বিঘ্নিত হতে শুরু করে এবং বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীরা যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে মহাসড়ক থেকে সরে রাস্তার পাশে অবস্থান নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য ইব্রাহিম নিরব জানান, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। তবে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা মহাসড়কের পাশে অবস্থান করবেন বলে তিনি জানান।

 

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ৩০ মিনিট দক্ষিণবঙ্গগামী যান চলাচল বন্ধ ছিল। তবে, আন্দোলনকারীরা সরে যাওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

ডিবিসি/জেআরওয়াই

 

আরও পড়ুন