বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪২:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের শ্রীনগরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার সিংপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইনতেশার ঢাকার মোহাম্মদপুর এলাকার হারুন ইসলামের ছেলে। তিনি চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইনতেশার তার বন্ধুদের সাথে শ্রীনগরের সিংপাড়া গ্রামের সারেং বাড়ির কফিল উদ্দিন সারেং এর ছেলে আবদুল লতিফের বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে বন্ধুসহ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ করেই ইনতেশার পানিতে ডুবে যান।

 

বন্ধুদের চিৎকারে এলাকাবাসী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। কিছুক্ষণ পর পুকুর থেকে ইনতেশারকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, "খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।"

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন