বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে পুকুর থেকে জমজ শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ মা-বাবার বিরুদ্ধে

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই জুলাই ২০২৫ ১২:২৪:০৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের শ্রীনগরে লামিয়া ও সামিহা নামের দুই জমজ কন্যাশিশুকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৭ই জুলাই) রাতে উপজেলার বিবন্দী এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে আনুমানিক ছয়-সাত মাস বয়সী শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের মা ও বাবাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিহতদের চাচা মোহাম্মদ সাকিব মিয়া ও স্থানীয়রা পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করেন। তাদের দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিনথিয়া নূর জানান, হাসপাতালে আনার বেশ কিছুক্ষণ আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পারিবারিক কলহের কারণে শিশুদের মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেন, "তদন্তের মাধ্যমে মূল রহস্য উদঘাটন করা হবে।" এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের মা ও বাবাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

 

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন