রাজধানীর সন্নিকটে মুন্সিগঞ্জ-১ আসনে (শ্রীনগর ও সিরাজদিখান) আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিমুখী লড়াইয়ের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে দলীয় প্রার্থীর জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন নিজ দলেরই বিদ্রোহী প্রার্থী। একইসঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীও এখানে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে নির্বাচনী প্রচারণায় এখন সরগরম পুরো এলাকা।
এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হারানো আসন পুনরুদ্ধারে আশাবাদী। তিনি নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজি ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী। এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী কে. এম. ফখরুদ্দীন রাজী দাড়িপাল্লা প্রতীক নিয়ে বৈষম্যহীন ও নিরাপদ দেশ গড়ার প্রত্যয়ে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন।
ভোটাররা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় আছেন, যেখানে তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফিরোজ কবির জানিয়েছেন, নির্বাচনকে নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ডিবিসি/এনএসএফ