বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শীর্ষ জলদস্যু নিহত, গুলিবিদ্ধ ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে জুলাই ২০২৫ ০২:২১:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই জলদস্যু গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় শীর্ষ জলদস্যু 'শ্যুটার মান্নান' নিহত হয়েছেন এবং তার সহযোগী হৃদয় বাঘ গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৮শে জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এলাকায় এই ঘটনা ঘটে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইঞ্জিনচালিত একটি ট্রলারে থাকা শ্যুটার মান্নান ও তার তিন সহযোগীকে লক্ষ্য করে প্রতিপক্ষ জলদস্যু পিয়াস-নয়ন গ্রুপ গুলি ছোড়ে। এ সময় মান্নান গ্রুপও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে শ্যুটার মান্নান ঘটনাস্থলেই নিহত হন এবং তার সহযোগী হৃদয় বাঘ গুলিবিদ্ধ হন। মান্নানের অন্য দুই সহযোগী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তারা গুলিবিদ্ধ হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

পুলিশের প্রাথমিক ধারণা, বালুমহাল এবং নদী এলাকায় আধিপত্য বিস্তার নিয়েই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন