মুন্সীগঞ্জের গজারিয়ায় ইউনিয়ন পর্যায়ে বিএনপির কমিটি গঠনে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার বিকেলে এই বিক্ষোভের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়, চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপির পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং তাদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। পুলিশের অনুরোধে সাড়া দিয়ে নেতাকর্মীরা রাস্তার পাশে অবস্থান নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
বিক্ষোভরত নেতাকর্মীরা অভিযোগ করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুল্লাহ ফরিদ এবং সদস্য সচিব আব্দুর রহমান শফিক মোটা অংকের টাকার বিনিময়ে কোনো ধরনের সম্মেলন বা দলীয় গঠনতন্ত্র অনুসরণ না করেই উপজেলার চারটি ইউনিয়নে একতরফাভাবে ‘পকেট কমিটি’ ঘোষণা করেছেন। ফেসবুকের মাধ্যমে প্রচারিত এই কমিটিগুলোতে ত্যাগী ও পুরোনো কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তারা দাবি করেন। ইউনিয়নগুলো হলো—টেঙ্গারচর, গজারিয়া, বাউশিয়া ও বালুয়াকান্দি।
আন্দোলনকারীরা অবিলম্বে এই বিতর্কিত কমিটিগুলো বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান। এ সময় তারা আর্থিক সুবিধার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে আহ্বায়ক সিদ্দিকুল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিককে গজারিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করে স্লোগান দেন।
দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করলে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়।
ডিবিসি/এমএআর