বাংলাদেশ, জেলার সংবাদ

মুফতী আমির হামজার ওয়াজ মাহফিল স্থগিত

রাজবাড়ী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে জানুয়ারী ২০২৪ ০৫:৫৭:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রশাসনের অনুমতি না থাকায় রাজবাড়ীতে হচ্ছে না আলোচিত বক্তা মুফতী আমির হামজার ওয়াজ মাহফিল।

শনিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত  রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করার কথা ছিল মুফতী আমির হামজার। প্রশাসনের অনুমতি না পাওয়ায় আমির হামজার মাহফিলটি বন্ধ হয়ে গেছে বলে মাহফিল কমিটি থেকে জানা গেছে।

এ দিকে মাহফিল উপলক্ষ্যে প্রচার প্রচারণা চালায় মাহফিল কমিটি। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছিল তারা। মঞ্চ ও প্যান্ডেলসহ যাবতীয় প্রচার প্রচারণা হলেও প্রশাসনের অনুমতি না থাকায় এই মাহফিল স্থগিত করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ মিয়া ও রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মোল্লার থাকার কথা ছিল।

বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান বলেন, আমির হামজা হুজুর প্রধান বক্তা হওয়ায় প্রশাসন থেকে অনুমতি না পাওয়ার কারণে মাহফিলটি স্থগিত করা হয়েছে। আগামী মাসের ৬ তারিখ নতুন একজন বক্তা এনে মাহফিল করা হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। নেয়া হয় পাঁচ দিনের রিমান্ডেও। অবশেষে দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় জেলখানায় কাটিয়ে গত ৭ ডিসেম্বর তিনি জেল থেকে মুক্ত হন।

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন