ফের মুম্বই হামলার ছক, আবারও বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে। ৩৪ জন আত্মঘাতী জঙ্গি, ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক নিয়ে ঢুকে পড়েছে শহরে।
হোয়াটস অ্যাপে ট্রাফিক পুলিশের কাছে এই হুমকিবার্তা আসার পরেই শুক্রবার সকাল থেকে মুম্বাই জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে এবং নগর প্রশাসনের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
বিষয়টি পৌঁছেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের কানেও। তল্লাশি ও সতর্কতা জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ ঠিকানাগুলিতে। বিশেষত রেল স্টেশনগুলি ও আন্তর্জাতিক বিমানবন্দরে।
একটি হুমকিবার্তার কথা উল্লেখ করে মুম্বই পুলিশ জানিয়েছে, ৩৪ জন মানববোমা ৪০০ কেজি আরডিএক্স নিয়ে রয়েছে। এই কাজে ৩৪ গাড়ি ব্যবহার করা হয়েছে। মুম্বই বিস্ফোরণেরই ধাঁচে একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে শহর। শুধু শহরই নয়, এই ঘটনায় গোটা দেশ নড়েচড়ে বসবে। উল্লেখ্য, এই দিনটিতেই হল মিলাদ-উদ-নবি অর্থাৎ নবি দিবস, যা মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে অতি পবিত্র দিন।
হুমকি বার্তাটি পাঠিয়েছে লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠন। পুলিশ জানিয়েছে, অনন্ত চতুর্দশীর দিন হুমকিটি আসে। তারপর থেকেই শহর জুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। হুমকিবার্তায় বলা হয়েছে, ৩৪টি গাড়িতে করে ৩৪ জন মানববোমা ব্যবহার করা হবে। বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছে ৪০০ কেজি আরডিএক্স। যা এক কোটির বেশি মানুষকে নিমেষে খতম করতে সক্ষম।
পুলিশের বক্তব্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ১৪ জন পাকিস্তানি জঙ্গি ইতিমধ্যেই ঢুকে পড়েছে দেশে। কে বা কারা এই মেসেজ পাঠিয়েছে, তা খুঁটিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এর উৎস জানা যাবে।
ডিবিসি/ এইচএপি