কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ফজর আলীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৯শে জুন) ভোর ৫টার দিকে রাজধানী ঢাকার সায়েদাবাদ থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নামপরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ সদর দপ্তর জানায়, কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মূল আসামিসহ ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জড়িত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ।
এর আগে, মধ্যরাতে জেলা পুলিশ সুপারের সইকরা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬শে জুন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের ফজর আলী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে স্থানীয়দের কাছে আটক হন। পরে সেখান থেকে সে পালিয়ে যায়। ধর্ষণের ঘটনাটি কয়েকজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মামলার পর ভিডিও ভাইরাল করা ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় আরো একজনকে ধরা হয়েছে বলেও জানায় জেলা পুলিশ।
ডিবিসি/ এইচএপি