বিপিএল, খেলাধুলা, ক্রিকেট

মুশফিককে দলে নিতে কোটি টাকা খরচ করতে প্রস্তুত ছিল রাজশাহী

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩২ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিপিএল নিলামের শুরুতে মুশফিকুর রহিমকে নিয়ে কোনো পরিকল্পনা না থাকলেও, তাকে দলে ভেড়াতে কোটি টাকা বিড করতে প্রস্তুত ছিল রাজশাহী ওয়ারিয়র্স।

রাজশাহীর হেড কোচ হান্নান সরকার জানান, উইকেটকিপিং অপশনে তাদের প্রথম পছন্দ ছিলেন আকবর আলি। তবে নিলামের প্রথম ধাপে মুশফিক ও রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অবিক্রিত থাকার ঘটনায় বিস্মিত হন সবাই। পরবর্তীতে বেস প্রাইজে মুশফিককে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন হান্নান। তিনি জানান, নিলামের জন্য বরাদ্দ টাকা জমা থাকায় প্রয়োজনে মুশফিকের জন্য বড় অংক খরচ করার সুযোগও তাদের ছিল।


জাতীয় দল থেকে অবসর নেয়া দুই সাবেক অধিনায়কের 'বি' ক্যাটাগরিতে থাকা নিয়ে প্রশ্ন ছিল, আর প্রথম ধাপে অবিক্রিত থাকা প্রমাণ করে যে কোনো দলেরই প্রাথমিক ভাবনায় তারা ছিলেন না। তবে রাজশাহী তাদের দলে তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেল ঘটাতে চেয়েছে। জিসান, রিপনসহ একাধিক তরুণ ক্রিকেটারের সাথে দলে ভিড়িয়েছে পেসার সাকলাইনকে।


রাইজিং স্টার্স এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ৪৪ লাখ টাকায় 'ডি' ক্যাটাগরির সাকলাইনকে কিনেছে রাজশাহী। হান্নান সরকার নিশ্চিত করেন, এশিয়া কাপের পারফরম্যান্স দেখেই সাকলাইনকে নিয়ে তাদের এত তোড়জোড় ছিল। এছাড়া বিদেশি ক্রিকেটার কোটায় পাকিস্তানের হুসাইন তালাতকে দলে নিয়েছে রাজশাহী এবং সামনে আরও চমক নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন