মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কাল বুধবার (১৯শে নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ, যা মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে।
দলের হেড কোচ ফিল সিমন্স মুশফিককে একজন কিংবদন্তি হিসেবে অভিহিত করে বলেছেন, তার দীর্ঘস্থায়ী সাফল্যের মূলমন্ত্র হলো পেশাদারিত্ব। সিলেট টেস্টে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঢাকা মিশনে নামা বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা কম।
অন্যদিকে, সিরিজে সমতা ফেরাতে মরিয়া আয়ারল্যান্ড উইকেট বা কন্ডিশন নিয়ে না ভেবে দৃঢ় মানসিকতা নিয়েই লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছে।
ডিবিসি/এনএসএফ