সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে অবশেষে জনসমক্ষে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৩০শে আগস্ট) সকালে হোয়াইট হাউসের সাউথ লন থেকে তাকে গলফ খেলতে যাওয়ার জন্য প্রস্তুত হতে দেখা যায়। কয়েকদিন ধরে জনসমক্ষে না আসায় তার স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছিল।
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার নাতনি কাই ট্রাম্পের সঙ্গে একটি গাড়িতে উঠছিলেন। এ সময় তার পরনে ছিল একটি সাদা পোলো শার্ট, কালো প্যান্ট এবং তার পরিচিত লাল 'MAGA' টুপি।
ট্রাম্পের এই দৃশ্যমান উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা তুমুল বিতর্কের অবসান ঘটায়। শুক্রবার থেকেই তাকে দুদিন ধরে জনসমক্ষে দেখা না যাওয়ার খবরে তার মৃত্যুর গুজব ছড়াতে শুরু করে।
শনিবার সকালের দিকে এক্স প্ল্যাটফর্মে 'whereistrump' হ্যাশট্যাগটি যুক্তরাষ্ট্রে ষষ্ঠ ট্রেন্ডিং টপিক হয়ে ওঠে। এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট 'গ্রোক'-এর তথ্যমতে, শনিবার সকাল পর্যন্ত ট্রাম্পের সম্ভাব্য মৃত্যু নিয়ে করা পোস্টগুলোতে ১৩ লক্ষেরও বেশি ব্যবহারকারীর সম্পৃক্ততা দেখা গেছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এমএআর