বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান দাবি করেছেন, ‘৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে’ শীর্ষক মন্তব্যটি তিনি করেননি। সোমবার (২৫শে আগস্ট) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার বক্তব্যকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।
তিনি সম্পূর্ণ বক্তব্য প্রচারের দাবি জানিয়ে বলেছেন, যদি তার বক্তব্যে কোনো ভুল প্রমাণিত হয়, তবে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন।
দল থেকে পাঠানো শোকজ নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই এর জবাব দেবেন এবং দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে তিনি প্রস্তুত।
একইসাথে ফজলুর রহমান তার জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, সকালে তার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে ‘ফজলুকে হত্যা করো’ এবং ‘ফজলুকে গ্রেপ্তার করো’ এ ধরনের স্লোগান দিয়েছে, যা তাকে ও তার পরিবারকে আতঙ্কিত করেছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজের জীবনের এমন পরিণতি প্রাপ্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, তাই কোনো অপমৃত্যু তার কাম্য হতে পারে না। তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন যে, মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে তিনি কোনো আপস করবেন না এবং এ বিষয়ে নিজের বিশ্বাস অনুযায়ী কথা বলা চালিয়ে যাবেন।
৬১ বছরের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এই স্বাধীন দেশে নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করার মৌলিক অধিকার তার রয়েছে।
ডিবিসি/এফএইচআর