বাংলাদেশ, রাজনীতি

মেজর জেনারেল (অবঃ) ফাতেমী রুমি’র সঙ্গে অতীতের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১০ই ডিসেম্বর ২০২৫ ১২:৩০:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির কাছে অতীতের একটি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

মঙ্গলবার (৯ই ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরের সঞ্চালনায় এই বৈঠকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

আনুষ্ঠানিক বক্তব্য শেষে তারেক রহমান ব্যক্তিগত একটি প্রসঙ্গ অবতারণা করেন। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, স্ক্রিনে এখানে আমি একজনকে দেখতে চাচ্ছি। এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার, তারপরেও আমি, সবাই আছেন আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। আমাদের সামনে এখানে আম্মার (খালেদা জিয়া) সময় যিনি ডিজিএফআইয়ে ছিলেন, রুমি সাহেব উপস্থিত আছেন। এ সময় দর্শকদের সারিতে থাকা ফাতেমী রুমি সাড়া দিয়ে বলেন, জি আছি।

 

তারেক রহমান অতীতের একটি ঘটনার স্মৃতিচারণা করে বলেন, রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে, একবার পুরান ঢাকা থেকে আমিন বাজার পর্যন্ত একটি মিছিল হয়েছিল। সেই পুরো মিছিলে আমি হেঁটে এসেছিলাম এবং আম্মাও (খালেদা জিয়া) সেখানে ছিলেন। মিছিলে প্রচুর ভিড় ও হট্টগোল ছিল। তখন আপনি আমাকে কিছু একটা বলেছিলেন। আই অ্যাম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রূঢ় ব্যবহার করেছিলাম।

 

তিনি আরও যোগ করেন, সবকিছু মিলিয়ে আই অ্যাম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনার সঙ্গে যোগাযোগ করার বা রিচ করার জন্য, কিন্তু সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়েছি। আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আই অ্যাম রিয়েলি সরি ফর দ্যাট।

 

জবাবে মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি যেটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল রিমেম্বার ইট।’

 

গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ এবং ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান, কর্নেল (অব.) হারুনুর রশিদ, কর্নেল (অব.) জগলুল, কর্নেল (অব.) হান্নান মৃধা, লে. কর্নেল (অব.) শামসুজ্জোহা, লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, মেজর (অব.) গোলাম মান্নান চৌধুরী, এয়ার কমোডর (অব.) শফিক আহমেদ, রিয়ার অ্যাডমিরাল (অব.) মোস্তাফিজ, লে. (অব.) ইমরান কাজল ও ক্যাপ্টেন (অব.) রেজাউর রহমান বক্তব্য দেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন