বাংলাদেশ, অর্থনীতি, রাজধানী

মেট্রোরেলের আজ সাপ্তাহিক ছুটি

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩রা জানুয়ারী ২০২৩ ০৪:৫৬:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ মঙ্গলবার। প্রতি সপ্তাহের মঙ্গলবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটির দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে আজ মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে, করা হবে রক্ষণাবেক্ষণের কাজ।

এর আগে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর, ২০২২) বাণিজ্যিকভাবে চালু করা হয় দেশের প্রথম মেট্রোরেল। চালুের পর আজই প্রথম সাপ্তাহিক ছুটির দিন কাটাচ্ছে মেট্রোরেল।

 

মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ’মঙ্গলবার মেট্রোরেলের ডে-অফ (সাপ্তাহিক ছুটি)। তবে, পরবর্তীতে মেট্রোরেলের এই ডে-অফ থাকবে না। এছাড়া চলাচলের সময়ও বাড়ানো হবে।’

 

ডিএমটিসিএল সূত্র জানা যায়, গত ৫দিনে ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ৬০ টাকা, ফলে এ খাতে রাজস্ব আয় হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪০ টাকা।

 

অন্যদিকে, ৫দিনে ৪ হাজার ৮০৪টি এম আরটিপাস টিকিট বিক্রি হয়েছে, প্রতিটি টিকিটের দাম ৫০০ টাকা। এ খাতে আয় হয়েছে ২৪ লাখ ২ হাজার টাকা। দুই খাত মিলে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকার টিকিট বিক্রি হয়েছে।

 

এদিকে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটির আগের দিনে যাত্রীর চাপ কিছুটা কমতে দেখা গিয়েছে। সোমবার আগারগাঁও এবং উত্তরা উত্তর মেট্রো স্টেশনে তেমনটা ভিড় ছিল না। এতে রেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা খুব সহজে টিকিট কেটে ট্রেনে চড়েছেন।

 

মেট্রোরেলের স্টেশন দু’টিতে গত চার দিন আগেও ছিল মানুষের উপচেপড়া ভিড়। ভোর থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। তবে গতকাল সকালে স্টেশন দু’টিতে গিয়ে বাইরে কোনো লাইনই চোখে পড়েনি। যারা ভ্রমণ করতে আসছেন তারা সরাসরি প্ল্যাটফর্মে ঢুকে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। টিকিট সংগ্রহ করে মেট্রো স্টেশনে অপেক্ষা করছেন ট্রেনের জন্য এবং সময় অনুযায়ী ট্রেন আসার সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে ভ্রমণ করছেন।

আরও পড়ুন