বাংলাদেশ, জাতীয়

মেট্রোরেলের কার্ড অনলাইন রিচার্জ কার্যক্রমের উদ্বোধন

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫৫ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেট্রোরেলের কার্ডে টাকা রিচার্জে স্টেশনে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি আর পোহাতে হবে না যাত্রীদের। ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জের সুবিধা চালু করেছে।

এখন থেকে ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড এবং বিকাশ, নগদ, রকেটের মতো সব ধরনের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সহজেই টাকা রিচার্জ করা যাবে।


মঙ্গলবার (২৫শে নভেম্বর) রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন রিচার্জ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, স্টেশনে রিচার্জের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করা যাত্রীদের জন্য বড় একটি বাধা ছিল, যা এই নতুন উদ্যোগের ফলে দূর হবে।


এছাড়া এসময় জানানো হয়, র‍্যাপিড পাস-এর মোবাইল অ্যাপ প্রায় প্রস্তুত এবং খুব শীঘ্রই এনএফসি ভিত্তিক রিচার্জ সুবিধাও চালু হতে যাচ্ছে। বর্তমানে মেট্রোরেলের প্রায় ১৬ লাখ স্মার্ট কার্ড ব্যবহারকারী রয়েছেন এবং দৈনিক যাত্রীদের ৬৫ শতাংশই এই কার্ড ব্যবহার করেন। নতুন এই সুবিধায় কার্ডে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন