বাংলাদেশ, রাজনীতি

মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা, আরও পেছানোর সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে (লন্ডন) চিকিৎসার জন্য যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে। রবিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়ার কথা থাকলেও, কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দু-একদিন দেরি হতে পারে। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা মঙ্গলবার হতে পারে।

বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পুরোপুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্সের আগমন এবং তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, 'মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাত্রার তারিখ ও সময় ঠিক করা হবে।'

 

এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শে তার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ আপাতত বন্ধ হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

 

এই পরিস্থিতিতে লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ঢাকায় নেমেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং রাতে পুনরায় তাকে দেখতে হাসপাতালে যান।

 

নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। সর্বশেষ গত ২৩শে নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭শে নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সেই থেকে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার নিবিড় পর্যবেক্ষণ চলছে।

 

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন