খেলাধুলা, ফুটবল

মেসির বিদায় উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা জুন ২০২৩ ০৪:৫৩:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পিএসজি জমকালো আতশবাজি আর বর্ণিল আয়োজনের মাধ্যমে লিওনেল মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল। যদিও পরাজয় দিয়ে সমাপ্ত হয় তার শেষ ম্যাচটি।

লিগ ওয়ানে চলতি মৌসুমের শেষ ম্যাচে গতকাল শনিবার (৩ জুন) ক্লেমন্তের বিপক্ষে ২-৩ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। একই দিনে নিজের ক্লাবের হারের দিনে মেসির সঙ্গে ফ্রান্সকে বিদায় জানান সার্জিও রামোসও। 

পার্ক দে প্রিন্সেসের স্মৃতিমধুর অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই নায়কের সঙ্গে। দুবছর আগে যখন ফ্রান্সে এসেছিলেন, বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি বাড়ির জানালায় দর্শকেরা উন্মুখ হয়েছিল আর্জেন্টাইন তারকাকে এক ঝলক দেখার আশায়।

এবার সেই তারকার বিদায়ী ম্যাচটিতে কানায় কানায় ভরে ওঠে গ্যালারি। বিদায়বেলায় মেসি মাঠে নামলেন; সঙ্গে আদরের তিন সন্তান। পরম মমতায় বাবাকে আগলে রাখলেন থিয়াগো, ম্যাত্তেও ও চিরো।


শেষ ম্যাচের আগে পিএসজির দুর্ঘটনায় আহত গোলরক্ষক সার্জিও রিকোর জার্সি গায়ে জড়ান মেসি। এ দিন হাসিমুখেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন সতীর্থদের সঙ্গে। তবে ক্লেমন্তের বিপক্ষে অবশ্য সেরা ছন্দে খুঁজে পাওয়া যায়নি মেসিকে। 


 বেশ কয়েকবার সুযোগ হারানোর পর শেষ পর্য়ন্ত গোল করতে সক্ষম হয় রামোস, এমবাপ্পেরা । ৪১, ৫৪ ও যোগ করা সময়ে নিজেদের ভুলে গোলের নিশ্চিত সুযোগ হারিয়েছেন তারা। গ্যালারিতে তখন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকেও দেখা গেছে বিমর্ষ মুখে। 


শেষ ম্যাচটি পরাজয় দিয়ে শেষ হলেও এদিন বেশিরভাগ সমের্থকের মুখে ছিল মেসিবন্দনা। 

আরও পড়ুন