লিওনেল মেসির অবিশ্বাস্য নৈপুণ্যে আরও একবার জ্বলে উঠলো ইন্টার মায়ামি। শনিবার (১৯শে জুলাই) রাতে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে মেসি দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের সাথে তেলাসকো সেগোভিয়ার জোড়া গোলে ইন্টার মায়ামি ৫-১ ব্যবধানের বিশাল জয় তুলে নিয়েছে।
এই নিয়ে শেষ সাত ম্যাচের মধ্যে ষষ্ঠবারের মতো ম্যাচে একাধিক গোল করার কৃতিত্ব দেখালেন আর্জেন্টাইন এই মহাতারকা। এই পারফরম্যান্সের মাধ্যমে মেসি এমএলএস (MLS) এর ইতিহাসে এক নতুন মাইলফলকও স্পর্শ করেছেন। তিনি পঞ্চম খেলোয়াড় হিসেবে মাত্র দুই বছরের মধ্যে কমপক্ষে ৩৫টি গোল এবং ২৫টি অ্যাসিস্ট করার বিরল রেকর্ড গড়েন।
এর আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন রবি কিন, সেবাস্তিয়ান জিওভিনকো, কার্লোস ভেলা এবং কুচো হার্নান্দেজ।
ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ২৪ মিনিটে জর্ডি আলবার উদ্দেশ্যে মেসির বাড়ানো দুর্দান্ত পাসে দল ১-১ গোলে সমতায় ফেরে। এর ঠিক পরেই মেসির চিপ করে বাড়ানো বল থেকে নিজের প্রথম গোলটি করেন সেগোভিয়া।
দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে মেসি শো। ম্যাচের ৬০ মিনিটে একটি অনবদ্য ব্রেকঅ্যাওয়ে থেকে গোল করেন তিনি। এরপর ৭৫ মিনিটে লুইস সুয়ারেজের পাস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে চলতি মৌসুমে নিজের ১৮তম গোলটি পূর্ণ করেন।
এই জয়ের ফলে ইন্টার মায়ামির রেকর্ড দাঁড়ালো ১২ জয়, ৪ ড্র এবং ৫ হার। রেড বুলসের বিপক্ষে শেষ তিনটি ম্যাচেও মায়ামি তাদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে।
অন্যদিকে, এই মৌসুমে নিজেদের ঘরের মাঠে এটি নিউ ইয়র্ক রেড বুলসের (৯-৯-৬) দ্বিতীয় হার।
ডিবিসি/এমইউএ