খেলাধুলা, ফুটবল

মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়, জিতলেন গোল্ডেন বুট

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৯শে অক্টোবর ২০২৫ ১২:২৪:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও লিওনেল মেসির জাদু দেখলো ফুটবল বিশ্ব। আগের ম্যাচে দুই গোল করা আর্জেন্টাইন মহাতারকা এবার হ্যাটট্রিক করেছেন।

তার দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি ৫-২ গোলে নাশভিলকে হারিয়েছে। এই হ্যাটট্রিকের মাধ্যমে ২৯ গোল নিয়ে এমএলএসের গোল্ডেন বুট জিতলেন মেসি।

 

ম্যাচের ৩৫ মিনিটে মেসির গোলেই মায়ামি এগিয়ে যায়। তবে এরপর নাশভিল দুই গোল দিয়ে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসি ম্যাজিক। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লিও, যা তার ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক। শেষদিকে সেগোভিয়ার করা গোলেও অ্যাসিস্ট করেন মেসি।

 

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের তিনে থেকে নিয়মিত মৌসুম শেষ করলো মায়ামি এবং এমএলএসের প্লে অফেও জায়গা করে নিল।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন