বাংলাদেশ, জেলার সংবাদ

মেহেরপুরে অপহরণের ৫ ঘণ্টা পর কলেজ শিক্ষার্থী উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৭ই জানুয়ারী ২০২৬ ০৪:০২:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুরে অপহরণের ৫ ঘণ্টা পর মাহিদ হোসেন (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ই জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার টেংরামরী গ্রামের একটি সেতুর কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। অপহৃত মাহিদ হোসেন মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের কীটনাশক ব্যবসায়ী আমির হোসেনের ছেলে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মাহিদ ও তার চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে মেহেরপুর শহরের একটি রেস্টুরেন্টে খেতে যায়। খাওয়া-দাওয়া শেষে সন্ধ্যার পর তারা বাড়ির উদ্দেশে রওনা দেয়। ফেরার পথে কোমরপুর-মহাজনপুর সড়কের মাঝখানে পৌঁছালে চারজন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রের মুখে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তিন বন্ধুকে ছেড়ে দিলেও অস্ত্রধারীরা মাহিদকে চোখ বেঁধে পাশের একটি মাঠের ভেতর নিয়ে যায়।

 

পরবর্তীতে টেংরামরী গ্রামের মাঠের একটি সেতুর কাছে নিয়ে গিয়ে মাহিদের মুঠোফোন ব্যবহার করে তার বাবার কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দীর্ঘ সময় ধরে দরকষাকষির পর অবশেষে দুই লাখ ২০ হাজার টাকায় রফা হয়। পরিকল্পনা অনুযায়ী, মাহিদের মামা টাকার ব্যাগ নিয়ে অপহরণকারীদের নির্দেশিত স্থানে রওনা হন। এ সময় সাদা পোশাকে পুলিশ তার পিছু নেয়।

 

রাত সাড়ে ৩টার দিকে মাহিদের মামা টেংরামরী গ্রামের ওই সেতুর কাছে টাকা নিয়ে পৌঁছান। ঠিক সেই মুহূর্তে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং মাহিদকে ফেলে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে মাহিদকে নিরাপদে উদ্ধার করে এবং অপহরণকারীদের পিছু ধাওয়া করে। তবে অন্ধকারে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি।

 

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে অভিযানটি পরিচালনা করেছে।

 

এদিকে মাহিদের বাবা আমির হোসেন জানান, ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে তারা স্বস্তি বোধ করছেন। তবে অপহরণকারীদের এখনো চিনতে না পারায় তিনি আপাতত মামলা করতে ইচ্ছুক নন। এই ঘটনার পর পুরো পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন