মেহেরপুর জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান শুরু হয়।
অভিযানে গাংনী থানা সড়কের দোয়েল ব্রিকস এবং ভাটপাড়া গ্রামের রিপন ব্রিকসের চিমনী ভেঙে গুড়িয়ে দেয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশোধিত আইন-২০১৯ এর আলোকে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে এই অভিযান চলছে এবং পর্যায়ক্রমে জেলার সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে।
ডিবিসি/কেএলডি