বাংলাদেশ, জেলার সংবাদ

মেহেরপুরে পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগের কারণ বেহাল সড়ক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১০ই অক্টোবর ২০২৫ ১০:০০:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুরের গাংনী উপজেলার ঝোরপাড়া-মহিষাখোলা সড়কটি এখন পাঁচ গ্রামের মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কোমর সমান পানি জমে যায় এবং বড় বড় গর্তের কারণে এটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এর ফলে কৃষকরা যেমন সময়মতো মাঠের ফসল ঘরে তুলতে পারছেন না, তেমনই যান চলাচল ব্যাহত হওয়ায় এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্ষা মৌসুমে এই সড়কের চিত্র নিত্যদিনের। রাস্তায় গাড়ি আটকে গেলে ফসল পরিবহন তো দূরের কথা, গাড়ি উদ্ধার করতেই হিমশিম খেতে হয়। ঝোরপাড়া ও রাইপুরসহ পাঁচ গ্রামের মানুষ প্রতিনিয়ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু কৃষক নয়, ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরাও। এলাকাবাসীর অভিযোগ, সড়কের বেহাল দশার কারণে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় গর্ভবতী মাসহ বেশ কয়েকজন রোগীর মৃত্যুও হয়েছে।

 

ধানখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল হোসেন জানান, প্রতিবছর মানববন্ধন ও সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

 

এ বিষয়ে গাংনী উপজেলার এলজিইডি প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, সড়কটি দাপ্তরিকভাবে নথিভুক্ত না থাকায় এর সংস্কার কাজ শুরু করতে দেরি হচ্ছে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সড়কটি পাকা করে তাদের মত দিনের দুর্ভোগের অবসান ঘটানো হবে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন