বাংলাদেশ, জেলার সংবাদ

মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে জুলাই ২০২৫ ০১:১৮:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নিউ বম্বে বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০শে জুলাই) বেলা ১১টার দিকে শহরের হোটেল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে বেকারির উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা এবং অস্বাস্থ্যকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪০ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। এ সময় সেনাবাহিনীর একটি দল, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্য ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

অভিযান শেষে বেকারি কর্তৃপক্ষকে মানসম্পন্ন ও স্বাস্থ্যকরভাবে খাদ্য উৎপাদনের নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে ব্যবসা পরিচালনায় অসাধু পদ্ধতি পরিহার করতে সতর্ক করে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন