বাংলাদেশ, জেলার সংবাদ

মেহেরপুরে সাপের কামড়ে শিশু আলিফের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে অক্টোবর ২০২৫ ০৩:৩৯:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের উত্তরপাড়া খোকসা গ্রামে সাপের কামড়ে আলিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০শে অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত আলিফ স্থানীয় সৌদি প্রবাসী মানিকের ছেলে এবং খোকসা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দাদার বাড়িতে অবস্থানকালে আলিফকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করান।

 

পরবর্তীতে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু রাজশাহী নেয়ার পথেই আলিফের মৃত্যু হয়।

 

আলিফের এই অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন