মেহেরপুরের গাংনী পৌরসভাধীন চৌগাছা গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক রাজমিস্ত্রি ও তার স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ই জুলাই) বিকেলে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গোলাম কিবরিয়া (৪০) এবং তার স্ত্রী রিনা খাতুন (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে একটি বাইসাইকেল রাখা ছিল। কোনোভাবে আর্থিং তারের সঙ্গে বাড়ির সাইড লাইনের সংযোগ হয়ে যায়। গোলাম কিবরিয়া অসাবধানতাবশত বাইসাইকেলটি ধরলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে ছুটে যান স্ত্রী রিনা খাতুন। স্বামীকে টেনে সরানোর সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদের ছোট মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পথচারীরা দ্রুত গোলাম কিবরিয়া ও তার স্ত্রীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অসতর্কতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা বিদ্যুৎ সংযোগ স্থাপনে আরও সতর্কতা অবলম্বনের উপর জোর দিয়েছেন।
ডিবিসি/আরএসএল