বিনোদন, ঢালিউড

মেহের আফরোজ শাওনের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই অক্টোবর ২০২৩ ১০:০০:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অভিনেত্রী, পরিচালক, গায়িকা ও স্থপতি মেহের আফরোজ শাওনের জন্মদিন আজ। ১৯৮১ সালের ১২ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন।

শাওনের বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তার মা তহুরা আলী বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য় ছিলেন।

১৯৯৬ সালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন জনপ্রিয় এই অভিনেত্রী। ১৯৯৮ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি সম্পন্ন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ভর্তি হন তিনি। সেখান থেকে স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় শাওনের। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

শাওন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘আমার আছে জল’। তার জনপ্রিয় নাটকগুলো হলো- ‘নক্ষত্রের রাত’, ‘জননী’, ‘উড়ে যায় বকপক্ষী’, ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’। 

এছাড়াও তিনি একজন নির্মাতা ও গায়িকা। অভিনেত্রী, পরিচালক মেহের আফরোজ শাওন ভালো লিখতেও পারেন। বইও প্রকাশ হয়েছে তার। একজন নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি অর্জন করেছেন তিনি। তবে অভিনেত্রী শাওনের গায়িকা পরিচয়টি তার ভক্তদের কাছে খুব প্রিয়।

হুমায়ূন আহমেদের অন্যতম প্রিয় শিল্পী ছিলেন তিনি। শাওনের গান মুগ্ধ হয়ে শুনতেন মিসির আলীর লেখক। শাওন উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। ২০১৬ সালে সেরা গায়িকা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর শাওন আসেন নির্মাণে। ‘নয়া রিক্সা’, ‘স্বপ্ন ও স্বপ্নভঙ্গ’, ‘এভারেস্ট জয়’, ‘অসময়ে’, ‘বিভ্রম’, ‘আজ জরির বিয়ে’ ইত্যাদি নাটক ছাড়াও তিনি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন ‘কৃষ্ণপক্ষ’ নামের একটি চলচ্চিত্র।

২০০৫ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাওন। তিনি হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। ব্যক্তিগত জীবনে শাওন নিশাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন নামে দুই পুত্র সন্তানের জননী।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন