বাংলাদেশ, জেলার সংবাদ

মেয়ের প্রথম ঈদে দামি পোশাক না দেওয়ায় মায়ের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৭ই এপ্রিল ২০২৩ ০২:২৯:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের বাগাতিপাড়ায় মেয়েকে দামি পোশাক না দেওয়ায় অভিমান করে মা ছাবিনা খাতুন (২৩) আত্মহত্যা করেছে। শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তালতলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছাবিনা খাতুন ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে পারভেজ কবিরের স্ত্রী। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে চাচাতো ভাইকে ভালোবেসে বিয়ে করেন ছাবিনা। বিয়ের আড়াই বছর পর তার একটি কন্যা সন্তান হয়। শনিবার বিকেলে ছয় মাস বয়সী সন্তানকে নিয়ে ঈদের মার্কেট করতে স্বামীর সাথে স্থানীয় একটি দোকানে যান তিনি। স্বামীর কাছে বেশি টাকা না থাকায় মেয়েকে অল্প মূল্যের জামা কিনে দিলে তার সাথে কথা কাটাকাটি হয়। পরে সে মেয়েকে নিয়ে বাড়িতে এসে দুধ খাওয়ানোর নাম করে ঘরে ঢুকে দরজা বন্ধ দেয়।

ঘর থেকে বের হতে দেরি হওয়ায় তার স্বামী পাশের ঘরের ফাঁকা জায়গা দিয়ে তাকিয়ে দেখেন ঘরের চালের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে আছেন। পরে প্রতিবেশীদের সাহায্যে তাকে নামিয়ে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে অভিমান করে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/কেএমএল

আরও পড়ুন